ইমরান খানের দলের ডাকা ‘আজাদি মার্চ’ কর্মসূচি বাতিল
- আপডেট সময় : ০৯:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান দলের ডাকা ‘আজাদি মার্চ’ কর্মসূচি বাতিল করেছেন। রক্তপাত এড়াতে এ সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি। নিরাপত্তা খাতে পাক সরকারের ১৪৯ মিলিয়ন পাকিস্তানি রুপি খরচ হয়েছে বলে প্রতিবেদনে জানাচ্ছে গণমাধ্যম।
আজাদি মার্চ মোকাবিলায় বিপুল পরিমাণ অর্থ খরচের তথ্যটি প্রকাশ করেছে পুলিশ। এই অর্থ তুলতে পাকিস্তান সরকারকে চিঠি পাঠিয়েছে তারা। মিছিলে অংশগ্রহণকারীদের রেড জোনে পৌঁছাতে বাধা দিতে পারেনি পুলিশ। অংশগ্রহণকারীরা অবরোধ তুলে নিরাপত্তা কর্মীদের মুখোমুখি হয়। পুলিশ জানায়, সম্পূরক অনুদানের জন্য প্রধান কমিশনারের কার্যালয়ে আবেদন করা হয়েছিল। চিঠিতে বলা হয়েছে, পিটিআই-এর প্রতিবাদ এবং অবস্থানের ফলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত তহবিলের প্রয়োজন। পিটিআই শিগগিরই একটি আলোচনা কমিটি গঠন করবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।