আইপিএলের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে রাজস্থান রয়েলস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে রাজস্থান রয়েলস। দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রাজস্থান।
আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহেলির উইকেট হারিয়ে হোচট খায় ব্যাঙ্গালুরু। এরপর রজত পাতিদারে ও ফাফ ডু-প্লেসিসের ৭০ রানের জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় ব্যাঙ্গালুরু। ২৫ রান করে ডু-প্লেসিস ফিরে গেলে পাতিদারের ৫৮ রানের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে ব্যাঙ্গালুরু। ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জস বাটলারের দুর্দান্ত শতকে ১১ বল হাতে রেখেই সহজ জয় পায় রাজস্থান।