আজ থেকে চালু হয়েছে ঢাকা-কোলকাতা ও খুলনা-কোলকাতা আন্তর্জাতিক রেল চলাচল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
২৬ মাস পর আজ থেকে আবার চালু হয়েছে ঢাকা-কোলকাতা ও খুলনা-কোলকাতা আন্তর্জাতিক রেল চলাচল।
খুলনা-কোলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস সকাল ৯টা ৪৫ মিনিটে কোলকাতা থেকে বেনাপোলে প্রবেশ করেছে। বন্ধন এক্সপ্রেস কোলকাতা থেকে ১৯ জন যাত্রী ও ৭ রেল কর্মকর্তা নিয়ে বেনাপোল বন্দরে আসে। এদিকে, আগামী ১ জুন ঢাকা-নিউ জলপাইগুড়ি রেলপথে মিতালী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হবে। এ উপলক্ষে ২৩ মে থেকে কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে আন্তর্জাতিক ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিকে ঢাকার ভারতীয় হাইকমিশন রেলপথের ভিসাও দিতে শুরু করেছে। করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৪ মার্চ থেকে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময়ে দুই দেশের মধ্যে সড়ক ও আকাশপথে যাত্রীরা ভ্রমণ করলেও রেলপথে যাত্রী পরিবহন হয়নি।