আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে উদ্যোক্তাদের সহযোগিতা চাইলেন শিল্পমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে উদ্যোক্তাদের সহযোগিতা চাইলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অষ্ঠমবারের মতো ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ এবং ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ক্যামিকেল খাতে ২য় অবস্থানে অ্যাওয়ার্ড পেয়েছে কোহিনুর কেমিক্যাল কোম্পানি। প্রতিষ্ঠানের পক্ষে পরিচালক এম এ খায়ের অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়া, ২৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়া হয়। শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ২৪ ঘন্টা কাজ করছে সরকার। উন্নত বিশ্বের সাথে উৎপাদন শিল্প সরাসরি জড়িত। রপ্তানি খাতে গুনগত মান ঠিক রেখে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।