ব্রাজিলে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। গতকাল দেশটির সরকার জানিয়েছে, শতাধিক মানুষ নিখোঁজ এবং মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এনিয়ে গত পাঁচ মাসে দেশটিতে চার বার বড় ধরনের বন্যা দেখা দিয়েছে। ঘন ঘন বন্যার কারণে ব্রাজিলের নিম্নআয়ের মানুষের শহরগুলোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন ভূমিধস হচ্ছে কিনা.. তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজ্ঞানীরা। জরুরি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফেডারেল সিভিল ডিফেন্স সার্ভিসের এক টুইট অনুযায়ী গতকাল বিকেল পর্যন্ত, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে ৫৬ এবং প্রতিবেশী রাজ্য আলাগোসে আরও একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৫৬ জন।