ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২২ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫২১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ দালালসহ ২২ জনকে আটক করেছে বিজিবি।
গেলরাতে উপজেলার যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, অভিযানে কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ৬ পুরুষ, ৬ নারী ও ১০ শিশুকে আটক করা হয়। তাদের সহযোগিতার অভিযোগে ২ দালালকেও আটক করা হয়। তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে। মামলার পর মহেশপুর থানায় তাদের সোপর্দ করেছে বিজিবি।