আধিপত্য বিস্তারের বিরোধে নড়াইলে আ’লীগ নেতা নিজাম শেখকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৩:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরদিকে বরিশাল ও সিরাজগঞ্জে এক শিশুসহ দু’জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও গ্রামবাসী জানায়, নড়াইলের তেলকাড়া গ্রামে লিয়াকত হোসেন ও সৌদি মিজান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা নিজামকে ঘিরে ফেলে বেপরোয়াভাবে কোপাতে থাকে। পরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা হাসপাতালে ভর্তির পর গতরাতে তার মৃত্যু হয়। লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বরিশালের উজিরপুরে তৃতীয় শ্রেণীর ছাত্র দীপ্ত মন্ডলকে অপহরণের পর গলা কেটে ও চোখ তুলে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজের দু’দিন পর সোমবার স্থানীয় জনতা রতন ও নয়নকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা দীপ্তকে হত্যার কথা স্বীকার করে। এরপর আজ ভোরে তার বস্তাবন্দী লাশ একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বিন্যাদাইর এলাকার পাশের ডোবা থেকে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উল্লাপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।