কুষ্টিয়ায় এক কলেজ শিক্ষকের হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে তোফাজ্জেল হোসেন নামে এক কলেজ শিক্ষকের হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে কলেজ শিক্ষক তোফাজ্জেল হোসেনের সঙ্গে একই এলাকার আলতাফ মোল্লা গ্রুপের বিরোধ চলছিল। দুপুরে ওই কলেজ শিক্ষক বাঁশগ্রাম কলেজ থেকে মোটর সাইকেলে কুষ্টিয়া শহরে যাবার পথে বংশীতলা নতুন ব্রিজের কাছে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের ১০/১৫ জন সশস্ত্র সন্ত্রাসী পথ আটকায়। তারপর ধারালো অস্ত্র দিয়ে তোফাজ্জেলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে নিয়ে যায়। কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।