রাতে দুই চ্যাম্পিয়নের লড়াই
- আপডেট সময় : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রাতে দুই চ্যাম্পিয়নের লড়াই। মুখোমুখি হবে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরোপা সেরা ইতালি। আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্বারক কার হাতে উঠবে? মেসি নাকি জর্জিও কিয়েল্লিনি। সেই উত্তর নিয়ে অপেক্ষায় ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম। ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়। এদিকে, এই ম্যাচ দিয়ে ইতালিকে বিদায় বলবেন জর্জিও কিয়েল্লিনি।
দুই চ্যাম্পিয়ন লড়াই। যে ম্যাচটা হতে পারতো কাতার বিশ্বকাপের আগে সবচেয়ে আকর্ষনীয়, প্রতিক্ষিত। তবে বিশ্বকাপে ইতালি না থাকায় কিছুটা রং হারিয়েছে ফিনালিসিমা। তবে ইতালি-আর্জেন্টিনা বলেই হয়তো বুঁদ হয়ে থাকবে ফুটবলবিশ্ব। লড়াইটা যে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের।
২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর ৫৩ বছর পর ইউরো ট্রফি ঘরে তুলেছে ইতালি। তাই ফিনালিসিমা ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। বরাবরের মতো এবারও স্পটলাইটে থাকবেন একজন লিওনেল মেসি। ওয়েম্বলি রাঙ্গাতে প্রস্তুত অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্তিনেজরা। আক্রমনে সুযোগ হতে পারে ২২ বছর বয়সী হুলিয়ান আলভারেজেরও।
৩১ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা। যার মধ্যে মাত্র একবার ইউরোপের কোন দলের সঙ্গে মুখোমুখি হয়েছে আলবিসেলেস্তে। সঙ্গে ইনজুরি মুক্ত স্কোয়াডও স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনা কোচকে।
তবে, শ্রেষ্ঠত্ব নির্ধারণি ম্যাচের আগে ইনজুরিতে জর্জরিত ইতালি। বেরার্তি, চিরো ইম্মোবিলে, ফেদিরিকো কিয়েজাকে ছাড়াই কৌশল সাজাতে হচ্ছে রবার্তো মানচিনিকে। আর আজ্জুরি জার্সিতে শেষবার নামার অপেক্ষায় জিওর্জিও কিয়েল্লিনি
দু’দলের ১৬ দেখায় একটু এগিয়ে ইতালি। আলবিসেলেস্তেরা ৫ জয়ের বিপরীতে ৬টায় শেষ হাসি আজ্জুরিদের।
দীর্ঘ ২৯ বছর পর ফিরছে ফিনালিসিমার তৃতীয় আসর। প্রথমবার ১৯৮৫ সালে প্যারিসে উরুগুয়েকে হারিয়েছিলো ফ্রান্স। পরেরবার ১৯৯৩ এ দিয়াগো আরমান্দো মারাডোনার আর্জেন্টিনা-ডেনমার্ককে হারিয়ে প্রতিশোধ নিয়েছিলে লাতিন আমেরিকার হয়ে।
তৃতীয়বারে কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের স্বারক মেসি নাকি জর্জিও কিয়েল্লিনি? উত্তর নিয়ে অপেক্ষা ওয়েম্বলি স্টেডিয়াম।