কাউকে হেনস্থা নয়, মানহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর : স্বাস্থ্য মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কাউকে হেনস্থা নয়, দেশের মানহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর, জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। যারা নিয়ম ও আইন মেনে ব্যবসা করছেন তাদের জন্য সমস্যা হবে না। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে করোনা মোকাবেলায় বিশ্বে ৫ম স্থান বাংলাদেশ। করোনা নিয়ন্ত্রণ ও ভেক্সিনেশনের উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখায় বিশ্বের দরবারে প্রসংশা অর্জন করেছে। সবাইকে করোনা টিকা নিয়ে সুরক্ষিত থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে করোনা মহামারী মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী-কর্মকর্তাদের ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। এতে আরো উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আগত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।