গোপালগঞ্জে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান
- আপডেট সময় : ০২:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে নদী ও খাল বিলে পানি বেড়ে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান। শ্রমিক সংকট থাকায় তলিয়ে যাওয়া ধান কাটতে পারছেন না চাষীরা। ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকের ঘাম ঝরানো ফসল। এ অবস্থায় আগামী দিন কিভাবে চলবে তা নিয়ে শংকিত তারা।
বিল আর নিম্নাঞ্চলে ঘেরা গোপালগঞ্জ। চান্দার বিল, সিংগা বিলসহ অসংখ্য বিল আর নিম্নাঞ্চলে বোরোর আবাদ করেন কৃষকরা। কিন্তু বর্ষা আসার আগেই নদী ও খাল বিলে পানি বেড়ে এসব বিলের হাজার হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। অতিরিক্ত পানি আর শ্রমিক সংকটে তা কাটতে পারছেন না কৃষকরা। কষ্টের ফসল ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা করছেন তারা।
এদিকে ফসল রক্ষায় নিম্নাঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে বেড়ি বাধঁ নির্মানের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে জেলার অন্ততঃ ২০ ভাগ জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এ কৃষি কর্মকর্তা।
এ বছর গোপালগঞ্জে ৮০ হাজার ৫২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।