যুক্তরাষ্ট্রের ওকলাহামা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
এবার যুক্তরাষ্ট্রের ওকলাহামা অঙ্গরাজ্যের তুলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন বলে জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
মার্কিন পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো জানায়, রাইফেল ও হ্যান্ডগান নিয়ে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালায়। তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস বলেন, ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় গুলির শব্দ শুনতে পায় তারা। অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। মূলত আত্মঘাতী আঘাতের কারণেই প্রাণ হারিয়েছেন অভিযুক্ত। হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।