ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

- আপডেট সময় : ০৬:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ঢাকাসহ বিভাগীয় উপ-কেন্দ্র গুলোতে।
সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের এই পরীক্ষায় রংপুর বিভাগের ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আরও ৪ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভিন্ন ইউনিটের পরীক্ষা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরিক্ষা নেয়া হয়। অংশ নেন ১,৮৪০ জন শিক্ষার্থী। শনিবার ‘খ’ ইউনিট, ১০ জুন ‘ক’ ইউনিট, ১১ জুন ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন ‘চ’ ইউনিটের পরীক্ষা নেয়া হবে।
বেলা ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাবি’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন ৪৩০জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এছাড়াও রাজশাহী, সিলেটসহ দেশের অন্য বিভাগীয় শহরের ৮টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।