উয়েফা নেশন্স কাপে স্পেনের সাথে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল
- আপডেট সময় : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স কাপে স্পেনের সাথে ১-১ গোলে ড্র করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপের অপর ম্যাচে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্র।
ঘরের মাঠে শুরুতেই আক্রমণাত্মক ছিল স্পেন। তবে ১৮ মিনিটে রাফায়েল লেয়াওয়ের সহজ সুযোগ মিসে লিড নেয়া হয়নি পর্তুগালের। পাল্টা আক্রমণে ২৫ মিনিটে আলভারো মোরাতার গোলে লিড নেয় স্পেন। ২৯ মিনিটে ব্যর্থ হয় কার্লোস সলেরের পরপর দু’টি প্রচেষ্টা। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধের বিরতির পর বদলি নেমেও বিবর্ণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৮২ মিনিটে পর্তুগালকে সমতায় ফেরান আরেক বদলি ফুটবলার রিকার্ডো হোর্তা। ৭ বছর পর খেলতে নেমে জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। শেষদিকে জর্ডি আলবা সহজ সুযোগ মিস করলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় স্পেনকে।
উয়েফা নেশন্স কাপের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে গেল বিশ্বকাপের দুই ফাইনালিস্ট- ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ফ্রান্সের প্রতিপক্ষ ডেনমার্ক। আর অস্ট্রিয়ার মুখোমুখি হবে ক্রোশিয়ার। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে।
মাঠের খেলায় বিশ্বের অন্যতম সেরা দল ফ্রান্স। সম্প্রতি সময়ে দারুণ ছন্দে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে এমবাপ্পেরা। তাই এ ম্যাচেও ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে দিদিয়ার ডেসচ্যাম্পসের শিষ্যরা। অন্যদিকে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে দারুণ আত্মবিশ্বাসী ডেনিশরা। এদিকে গেল বিশ্বকাপে চমক দেখালেও সাম্প্রতিক সময়ে ভাল ফর্মে নেই ক্রোয়েশিয়া। তবে অস্ট্রিয়ার বিপক্ষে কখনো হারেনি লুকা মদ্রিচরা। তাই এ ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী তারা।