বেহাল অবস্থা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর বাজার টু সোলাখালী ব্রীজের গ্রামীণ সড়কের
- আপডেট সময় : ০৮:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দীর্ঘদিন প্রায় ১৫ বছর কোন সংস্কার কাজ না হওয়ায় বেহাল অবস্থা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর বাজার টু রায়পুর উপজেলার সোলাখালী ব্রীজের গ্রামীণ সড়কের। উপজেলার পাশাপাশি অবস্থিত ৪টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। ইতোমধ্যে রাস্তায় বিভিন্নস্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ সীমান্তবর্তী এলাকার রাস্তা হওয়ায় গুরুত্ব দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এলজিইডি কর্তৃপক্ষ বলছে দ্রুতই সংস্কার কাজ শুরু হবে।
২০ বছর ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর বাজার থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী রায়পুর উপজেলার সোলাখালী ব্রীজ পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার রাস্তা। সড়কের এখন এমন বেহাল দশা। চলাচলের অনুপোযোগী রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চরম দুর্ভোগ আর ভোগান্তি স্থানীয় জনসাধারণের। আর চালকদের অভিযোগ, বেহাল সড়কে চলে প্রতিদিনই তাদের যান মেরামতের প্রয়োজন পড়ছে।
স্থানীয়দের দাবি দুই জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় কর্তৃপক্ষের অবহেলার শিকার তারা। এই সড়ক ব্যবহার করা দুষ্কর।
রাস্তা সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আর প্রকৌশলী বিভাগ থেকে জানানো হয়েছে, ৩ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার ৯১৬ টাকার প্রকল্প পাশ হয়েছে।
বৃষ্টি ও রোদ… দুই সময়েই এই রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ছোট বড় সকল যানবাহন পড়ছে সীমাহীন ভোগান্তিতে। কার্যকর পদক্ষেপ দ্রুত নেয়ার দাবি এলাকাবাসীর।