উয়েফা নেশন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে ইতালি ও জার্মানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে ইতালি ও জার্মানি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। মাঠের খেলায় ভালো সময় যাচ্ছে না ইতালির।
কাতার বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়েছে আগেই। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছে ফিনালিসিমায়ও হাত ছাড়া হয়েছে রোবার্তো মানচিনির দল। তাই, এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে মরিয়া চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে, সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে নেই জার্মানিও। নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের সাথে ১-১ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। দু’দলের অতীত পরিসংখানে কিছুটা এগিয়ে ইতালি। ৩৫ দেখায় ইতালির ১৫ জয়ের বিপরীতে ৯ ম্যাচে জয় পেয়েছে জার্মানি। ড্র হয়েছে বাকি ১১ ম্যাচ। যদিও পরিসংখ্যান নয়, মাঠে সেরাটা দেয়াই লক্ষ্য দু’দলের।