১৬ ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ড কন্টেইনার ডিপোর আগুন
- আপডেট সময় : ০৩:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ক্রমেই বেড়ে চলেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা। এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন। এর মধ্যে আছেন ৭ জনই ফায়ার সার্ভিস কর্মী। সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনীর ২০০ সদস্যের একটি দল।
কন্টেইনার ডিপোতে দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পাশাপাশি আশপাশের বেসরকারি ক্লিনিক-হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। চিকিৎসকদের হাসপাতালে দ্রুত যোগ দেয়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রামের জেলা সিভিল সার্জনের কার্যালয়। পাশাপাশি স্থানীয় বেসরকারি হাসপাতালেও দগ্ধদের চিকিৎসা সেবা দিতে বলেছে সিভিল সার্জনের কার্যালয়। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের এক প্লাটুন টিম সীতাকুণ্ডে পৌঁছেছে। ওই দলে সেনাবাহিনীর ২০০ সদস্য রয়েছেন। তাঁরা কেমিক্যাল পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। গুরুতর আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। ঘটনা তদন্তে বন্দর কর্তৃপক্ষ ৩ সদস্যের এবং ফায়ার সার্ভিস, কাস্টমস ও বন্দরকে নিয়ে ৭ সদস্যের দু’টি কমিটি গঠন করেছে । ক্ষতিগ্রস্তদের জন্য ১ কোটি টাকা এবং এক হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করেছে ত্রাণ মন্ত্রালয়।