কন্টেইনারের কেমিক্যাল থেকেই আগুনের সুত্রপাত : ফায়ার সার্ভিস
- আপডেট সময় : ০৩:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কন্টেইনার ডিপোতে কেমিক্যালের কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণের পর পুরো ডিপোতে আগুন ছড়িয়ে পড়েছে। লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিলো যে আগুনের কাছে পৌছাতেই পারেনি দমকল বাহিনীর সদস্যরা। ডিপো কর্তৃপক্ষের দাবি, কন্টেইনারে রক্ষিত কেমিক্যাল থেকেই অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে।
৫ হাজার টিউস কন্টেইনার ধারণক্ষমতা সম্পন্ন সীতাকুণ্ডের বিএমগেইট কন্টেইনার ডিপো। শনিবার রাত ৯ টার দিকে এই ডিপোর একটি কন্টেইনার বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি কন্টেইনারে। প্রাথমিকভাবে ডিপোর শ্রমীক কর্মচারীরা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু কিছু সময়ের মধ্যেই আরো কয়েকটি কন্টেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটে। আধাঘন্টার মধ্যেই ২৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত ডিপোর পুরোটায় রুপ নেয় দাবানলে।
প্রতি শিফটে ডিপোর নিজস্ব ৪ শতাধিক শ্রমীক কর্মচারীর পাশাপাশি আমদানী রপ্তানী পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিংয়ের সঙ্গে জড়িত আরো অন্তত ২ শতাধিক মানুষ অবস্থান করে ডিপোর অভ্যন্তরে। যাদের অধিকাংশই হতাহত হয়েছে।
ডিপো কর্তৃপক্ষ বলছে ৫ হাজারের বেশী কন্টেইনারের মধ্যে অন্তত ৩ হাজার কন্টেইনার রপ্তনীমুখি পণ্যে ভর্তি ছিলো। এরমধ্যে কয়েকটি কন্টেইনারে কেমিকেলের অস্থিত্ব ছিলো। এগুলোর কোন একটি থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা তাদের।
ফায়ার সার্ভিস বলছে, কন্টেইনার গুলোতে কি ধরনের কেমিক্যাল থাকতে পারে তার সুনির্দিষ্ট কোন তথ্য ডিপো কর্তৃপক্ষ দিতে না পারায় ফায়ার ফাইটিংয়ের রুপরেখা নির্ধারণ করতে পারছেন না তারা।
কেমিক্যালের সঠিক তথ্য না থানায় শুধু পানি দিয়েই আগুন মোকাবিলা করতে হয়েছে দমকাল বাহিনীকে। তবে সেই পানির সংস্থানও ছিলো অপর্যাপ্ত।