ময়মনসিংহে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় জহিরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেব।
ময়মনসিংহ রেব-১৪ সদর দপ্তরের সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মোঃ আনোয়ার হোসেন জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে ওই বাকপ্রতিবন্ধী তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে বখাটে জহিরুল। কথা বলতে না পারায় তার বিষয়টি পরিবারকে জানাতে পারেনি মেয়েটি। সম্প্রতি ওই তরুণী জন্ডিসে আক্রান্ত হলে চিকিৎসকের কাছে যান। আল্ট্রাসনোগ্রাফির পর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বেরিয়ে আসে। এই অবস্থায় এলাকার কিছু বখাটে ছেলের ছবি দেখালে মেয়েটি জহিরুলকে ধর্ষক হিসেবে চিহ্নিত করে। বিষয়টি জানাজানি হলে পালিয়ে যায় জহিরুল। পরে থানায় মামলা করা হয়।