চট্টগ্রামে কন্টেইনার ডিপোর আগুন ৬০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভেনি
- আপডেট সময় : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর আগুন ৬০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি। তবে আগুন আর বাড়ার আশংকা নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। ধ্বংসস্তুপ থেকে আরো দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো কিছু কন্টেইনার থেকে ধোয়া বের হচ্ছে যা আলাদা আলাদা করে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
দুপুরে ডিপোর সামনে আয়োজিত ব্রিফিংয়ে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় সেনাবাহিনী। তারা জানায়, সোমবার নতুন করে রাসায়নিক বোঝাই ৪টি কন্টেইনার পাওয়ার পর পুরো এলাকাটি ঝুকিপুর্ণ ঘোষণা করা হয়। একদিন পর সেই শঙ্কা এখন আর নেই বলে জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের লেফটেনেন্ট কর্ণেল আরিফুল ইসলাম হিমেল। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনীর ২টি বিশেষজ্ঞ দল একযোগে কাজ করে তিনদিন পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে। কারণ প্রতিটি কন্টেইনার আলাদা করে গেট ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে হবে। এদিকে, দুপুর ১২টার দিকে একটি কন্টেইনারের নিচে থেকে দুটি মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। বিএম ডিপোর আগুনে রপ্তানির জন্য প্রস্তুত চারশ’ কন্টেইনার ভর্তি সব তৈরিপোশাক পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।