ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে ২৪ ঘন্টার সড়ক অবরোধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলার প্রতিবাদে জেলায় ২৪ ঘন্টার সড়ক অবরোধ চলছে।
ভোর ৬টা থেকে শুরু হয়েছে বিএনপি’র ডাকা এই অবরোধ। অবরোধের শুরুতে জেলা শহরের মহাজনপাড়া এলাকার প্রধান সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। এছাড়া ভোরে মাটিরাঙা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ সমর্থকরা। খাগড়াছড়ি শহরে হালকা যান ও ব্যাটারিচালিত কিছু ইজিবাইক চলাচল করলেও ছেড়ে যায়নি দুরপাল্লার কোনো পরিবহন। অবরোধের কারণে জেলার অভ্যন্তীরণ সড়কগুলোতেও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসা পর্যটকরা। খাগড়াছড়ি জেলা সদরে আটকা পড়েছেন কয়েক শ’ পর্যটক।