রুয়েটে ২৬ কোটি টাকার প্রকল্পে ১৩ কোটি টাকা খরচে ধরা পড়েছে অনিয়ম
- আপডেট সময় : ০৫:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বাবদ্যালয়-রুয়েটে ২৬ কোটি টাকার প্রকল্পে ১৩ কোটি টাকা খরচে ধরা পড়েছে অনিয়ম। প্রকল্পটি শেষ হওয়ার ৬ বছর পর জানাজানি হয় এই ঘটনা। রহস্য উদঘাটনে ঢাকা থেকে রাজশাহী ছুটে আসে ইউজিসির উচ্চ পর্যায়ের তদন্ত দল। এ নিয়ে চলছে তোলপাড়।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বাবদ্যালয়-রুয়েটে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর জন্য ভবনসহ সব কাজ শেষ হয় জুন, ২০১৬ সালে। এই প্রকল্পে বরাদ্দ পাওয়া ১৬ কোটি ১১ লাখ টাকাই খরচ দেখিয়ে প্রতিবেদন দাখিল করেন প্রকল্প পরিচালক অধ্যাপক আব্দুল আলিম। তবে প্রকল্প শেষ হওয়ার ৬ বছর পর এখন বেরিয়ে পড়েছে দুর্নীতির কালো বিড়াল।
প্রকল্পের ব্যাংক একাউন্টে ১৩ কোটি টাকা থাকলেও, তা খরচ দেখান প্রকল্প পরিচালক। শুধু তাই-ই নয়, প্রকল্প শেষ হওয়ার ৬ বছর পর এখনো একাউন্টে আছে সাত কোটি টাকা। বিলুপ্ত হয়নি একাউন্টটি। এসব তুঘলকি কাণ্ডে হতবাক ইউজিসির তদন্ত দল।
পিপিআর লঙ্ঘন করে সরকারি টাকার তথ্য গোপন রাখা গুরুতর অনিয়ম। এতে আর কারা জড়িত, তদন্ত কমিটির কাছে তাও স্বীকার করেছেন প্রকল্প পরিচালক বলে জানান তদন্ত কমিটির প্রধান।
তবে ক্যামেরার সামনের কোনো কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক অধ্যাপক আব্দুল আলিম।
পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু করতে ২০০৯ সালে অবকাঠামোগত ও ল্যাবরেটরি নির্মাণে এই আমব্রেলা প্রকল্প হাতে নেয় ইউজিসি।