নওগাঁয় মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নওগাঁয় মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়।
দুপুরে অতিরিক্ত জেলা আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ২০২১ সালের ২৯ আগষ্ট মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতরে ২২৫ গ্রাম হেরোইন নিয়ে নওগাঁয় আসার সময় বাধা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল। থামতে সংকেত দিলে মোটরসাইকেল রেখে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় লুকিয়ে রাখা ২২৫ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বিচারে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই আদেশ দেন।