পক্ষাঘাতগ্রস্থ বাবার আয়ের ব্যবস্থা করে ভ্যানচালক শিশুটিকে স্কুলে ভর্তি করলো এক মানবিক পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে পক্ষাঘাতগ্রস্থ বাবার আয়ের ব্যবস্থা করে দিয়ে ভ্যানচালক শিশুটিকে স্কুলে ভর্তি করিয়ে দিল এক মানবিক পুলিশ অফিসার।
স্থানীয়রা জানায়, উপজেলার পুড়াপাড়া গ্রামের আব্দুল জব্বার ২ বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে যান। পরে ১১ বছরের ছেলে সাব্বির আহম্মেদ ভ্যান চালিয়ে সংসারের হাল ধরে। বিষয়টি দত্তনগর পুলিশ ফাঁড়ি অফিসার সাগর সিকদার জানতে পেরে ২ দিন আগে শিশু সাব্বিরকে বাড়ি থেকে ডেকে পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে ভর্তি করিয়ে দেয়। সংসার চালাতে জন্য বাড়ির সামনে একটি দোকান তৈরী করে মালামাল কিনে দেয় শিশুটির বাবাকে। সেই সাথে লেখাপড়ার সব খরচ বহন করার আশ্বাসও দেন তিনি। ২ বছর পর নতুন করে স্কুলে ফিরতে পেরে খুশি শিশু সাব্বির। বড় হয়ে তার পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা।