পি কে হালদার ও তার সহযোগিদের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকার সম্পদের সন্ধান
- আপডেট সময় : ০৯:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন এলাকায় পি কে হালদার ও তার সহযোগিদের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকার সম্পদ সন্ধান পেয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এছাড়া, মালয়েশিয়াতে পি কে হালদারের সাতটি ফ্ল্যাটেরও খোঁজ পায় সংস্থাটি। পিকেকে কলকাতার ব্যাঙ্কশাল সিবিআইয়ের স্পেশাল কোর্টে তোলার পর আদালতকে এসব কথা জানায় ইডি।
ভারতের কোন কোন রাজনৈতিক নেতার নামও পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানাচ্ছে তদন্ত সংস্থা ইডি। বাংলাদেশ থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত পি কে হালদার ভারতে শিবশংকর হালদার পরিচয় দিয়ে একাধিক সরকারি পরিচয়পত্র, আয়কর দপ্তরের পরিচয়পত্র পিএএন, নাগরিক পরিচয়পত্র ও আধার কার্ড জোগাড় করেন। সহযোগীরাও একই কাজ করে। আদালতে হাজির করার আগে পি কে হালদারকে ১৪ দিনে কারাগারে জেরা করে ইডি। জেরার সময় উঠে আসা এসব গুরুত্বপূর্ণ তথ্য; যা আদালতে তুলে ধরা হয়। ইডি জানায়, পি কে হালদারের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও মালয়েশিয়ায় সাতটি ফ্লাটসহ প্রায় ৪০টি সম্পত্তির হদিস পেয়েছে। আদালত পিকে হালদার ও তার ৫ সহযোগীকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ২১ জুন আবারও ব্যাঙ্কশাল সিবিআইয়ের স্পেশাল কোর্টে তোলা হবে তাদের। গত ১৪ মে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে ইডি।