রাজশাহীতে আমের বাজারে আগুন
- আপডেট সময় : ০৩:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
এবার রাজশাহীতে আমের বাজারে আগুন। গেলো কয়েক বছরের তুলনায় ফলন কম। তাই চড়া দাম পাচ্ছে আমচাষীরা। যদিও দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ নেই। ভরা মৌসুমে আমের কেনাবেচা বেশ জমজমাট।
রাজশাহীর সুস্বাদু আম না হলে, মধুমাস মানায় না। মৌসুমের শুরু থেকেই আমপ্রেমীরা মুখিয়ে থাকে। আম পাকার সময় হলেই সাড়া পড়ে যায় দেশজুড়ে। কারণ, রাজশাহীর মতো স্বাদে টুইটুম্বর আম অন্য কোথাও পাওয়া মুশকিল। চাষী যেমন যত্ন-আত্তি করে ফলনের দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমনই ক্রেতাদের মাঝে থাকে উৎসবের আমেজ। আমের রাজ্যে এখন সরগরম কেনাবেচায়।
রাজশাহীর সবচেয়ে বড় বানেশ্বর আমের হাট। প্রতিদিনিই বসছে হাট। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সরাসরি চাষীরাই আম এনে বিক্রি করেন। গেলো বছর করোনা ও রোজার কারণে বাজার মন্দা ছিল। কিন্তু সে ধাক্কা কাটিয়ে উঠেছেন আমচাষীরা। হাটে আম বিক্রি করতে আসা বৃদ্ধ আবুল হোসেনের এমন মিষ্টি হাসি যেনো সে কথাই জানান দিচ্ছে।
বিক্রেতারা জানান, এবার আমের ফলন বেশ কম। তবে সাইজে খানিকটা বড়, দামও দ্বিগুণ।
ফল গবেষণা কেন্দ্র বলছে, আমকে ঘিরেই মৌসুমে দুই হাজার কোটি টাকার লেনদেন হয়।একারণে রাজশাহীর অর্থনীতি এখন চাঙা।
এবার ১৮ হাজার হেক্টর জমির বাগান থেকে দু’লাখ মেট্রিক টনেরও বেশি আমের ফলন হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।