চট্টগ্রামে অগ্নিকান্ডের ঘটনায় এক জুতার কারখানা ভস্মিভুত
- আপডেট সময় : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মাদারবাড়ী এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় একটি জুতার কারখানা ভস্মিভুত হয়েছে। ভোরে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, ডবলমুরিং মালুম মসজিদ এলাকার টিনশেডের এ কারখানার আশপাশে ঘনবসতি থাকায় মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও কারখানাটি ভষ্মিভুত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও। প্রথমিকভাবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এর আগে গত শনিবার সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৪ জন নিহত ও প্রায় দুই শতাধিক মানুষ আহত হন।
ময়মনসিংহে বজ্রপাত গ্যাসলাইনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেলো রাত একটার দিকে মহানগরীর সি.কে ঘোষ রোডের ছায়াবানী সিনেমা হলের বিপরীতে স্বপ্ননীড় টাওয়ারের নিচতলায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, রাতে বজ্রপাতে প্রথমে গ্যাসলাইনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে যায় ওই টাওয়ারের নিচতলার একটি এসিতে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ওই গ্যাসলাইনে লিকেজ ছিল। লিকেজের কারণেই বজ্রপাতের সময় গ্যাসলাইনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি ।