ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছে বাবর আজমরা।
মুলতানে টস জিতে ব্যাট করতে নেমে শাই হোপের সেঞ্চুরি ও সামারাহ ব্রুকসের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রানের বিশাল সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ফখার জামানের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেটে বাবর আজম ও ইমাম-উল-হকের ১০৩ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রন নেয় স্বাগতিকরা। ইমাম ৬৫ করে ফিরে গেলেও ওয়ানডে ক্যারিয়ারে নিজের ১৭তম শতক তুলে নেন বাবর। আর শেষ দিকে খুশদিল শাহ-এর ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ১০৩ রান করে ম্যাচসেরা পাকিস্তান অধিনায়ক বাবর আজম।