সীতাকুণ্ডে অবৈধ ও ঝুঁকিপুর্ণভাবে সিলিন্ডার কেটে বিক্রি করার অভিযোগে ৯ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ ও ঝুঁকিপুর্ণভাবে সিলিন্ডার কেটে বিক্রি করার অভিযোগে সিন্ডিকেটের তিন হোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে রেব। এসময় ৫ টি স্পট থেকে ১০ হাজার সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
গত দুই দিন ধরে সীতাকুণ্ডের তুলাতুলি গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। রেব জানায়, প্রতিটি সিলিন্ডারের উৎপাদন খরচ আড়াই হাজার টাকা। গ্রাহকের সুবিধার্থে সরকার ও কোম্পানীগুলো তা ভর্তুকি দিয়ে নামমাত্র মুল্যে বিক্রি করে। আর এই সিন্ডিকেটটি সাধারণ গ্রাহক ও অসাধু ডিলারদের কাছ থেকে সিলিন্ডার সংগ্রহ করে স্ক্র্যাপ হিসেবে লোহা ও অন্যান্য ধাতব পদার্থের সাথে চড়া দামে বিক্রি করে। অবৈধ ও অবৈজ্ঞানিক উপায়ে সিলিন্ডর কাটায় পরিবেশ বিপর্যয়সহ ভয়াবহ বিস্ফোরণের আশংকা তৈরী হয়েছে। সীতাকুণ্ডের ইসমাইল হোসেন, নুরননবী ও মহসীন নামের তিনজন শিপ ইয়ার্ডসহ অন্যান্য ব্যবসার আড়ালে দীর্ঘদিন সিণ্ডিকেট করে ঝুঁকিপুর্ণ এই অবৈধ কারবার করে আসছিলো। অভিযানে মূল হোতাসহ পুরো সিন্ডিকেটকেই গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে রেব।