ভোটের অনিয়মে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ করলে ‘নির্বাচন ব্ল্যাকআউট’ : সিইসি
- আপডেট সময় : ০৮:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
ভোটে অনিয়মের জন্য ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ করলে ‘নির্বাচন ব্ল্যাকআউটে’র হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।নির্বাচন ভবনে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপের পর এ কথা বলেন তিনি। সিইসি বলেন, বিগত সময়ে নির্বাচন নিয়ে ক্ষতিগ্রস্থ নৈতিক মূল্যবোধ পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আইনের সঠিক প্রয়োগসহ নানা পরামর্শ দেন পর্যবেক্ষকরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন অংশীজনদের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে এবার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপে বসে।
৩২ টি পর্যবেক্ষক সংস্থাকে আমন্ত্রণ করা হলে, সংলাপে অংশ নেন ২০ সংস্থার প্রতিনিধিরা।
সরকারি প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে আইনের সঠিক প্রয়োগসহ কমিশনকে নানাবিদ পরামর্শ দেন তারা।
ভোটারদের নির্বাচনমুখী করার তাগিদ দিলেও ইভিএমের সমালোচনা করেন পর্যবেক্ষকরা।
বিগত সময়ে নির্বাচন নিয়ে নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, তাকে পুনরুদ্ধারে কাজ করছে কমিশন বলে জানান,প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচনের সময় দল নয়, সরকারকে সরকার হিসাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে বলেও জানান, কাজী হাবিবুল আউয়াল