দেশে স্বজনপ্রীতি ও দুর্নীতি দেখার কোন লোক নেই : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশে স্বজনপ্রীতি ও দুর্নীতি দেখার কোন লোক নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। কোথাও স্বাভাবিক জীবনের গ্যারান্টি নেই। সীতাকুণ্ডের আগুনে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে একথা বলেন তিনি।
দুপুরে দলের পক্ষ থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে অগ্নিদগ্ধ রোগীদের জন্য সহযোগিতা নিয়ে যান জিএম কাদের। তিনি সাংবাদিকদের বলেন, সীতাকুণ্ডের ঘটনায় সাহায্য করতে গিয়ে অনেকেই নির্যাতনের শিকার হয়েছে। এটা অত্যন্ত দু:খজনক। জি এম কাদের বলেন, ডিপোর মালিককে বাদ দিয়ে মামলা করা হয়েছে। মালিক কোন ভাবেই এর দায় এড়াতে পারেন না। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।