গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্টের জামিন না-মঞ্জুর
- আপডেট সময় : ০৮:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিন না-মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
গত ১২ মে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ১২ বছর কারাদণ্ড দেয় আদালত। একই মামলায় গ্রুপের প্রেসিডেন্ট হারুন-অর-রশীদকে চার বছরের কারাদণ্ড এবং সাড়ে ৩ কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেয়। স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা বিবেচনায় নিয়ে আদালত তার সাজা কমিয়ে দেন। পলাতক ৩৯ জনের মধ্যে কেউ বিদেশে চলে গেলে ইন্টারপোলের সাহায্যে দেশে আনার জন্য সরকারকে নির্দেশ দেয় আদালত। দুদকের আইনজীবী জানান, বিনিয়োগকারীদের কাছ থেকে চার হাজার কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কোম্পানির বিরুদ্ধে।