বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে ক্যারিবীয় দলে থাকছে নতুন তিন মুখ।
দলে নেই জেসন হোল্ডার, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলদের মতো ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটেই খেলবেন না হোল্ডার। এছাড়াও রোচ দলে নেই ইংল্যান্ডে টি-টুয়েন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার কারণে। দুইটি টেস্ট দিয়ে এই সিরিজ শুরু হবে। প্রথম টেস্ট শুরু ১৬ জুন, অ্যান্টিগায়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৪ জুন সেন্ট লুসিয়ায়। সিরিজ শুরুর আগে ১০ জুন তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।