প্রচার-প্রচারণায় সময় নষ্ট করতে চাইছেন না কুমিল্লা সিটির মেয়র প্রার্থীরা
- আপডেট সময় : ০৫:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণায় মেয়র প্রার্থীরা সময় নষ্ট করতে চাইছেন না। চলছে পক্ষে বিপক্ষে নানা বক্তব্য। হাইকোর্ট থেকে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় থাকতে কোন বাধা নেই বলে জানান নৌকার প্রার্থী রিফাত। এদিকে এক স্থানীয় সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়তে ইসির নির্দেশ নিয়ে নানা মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী কায়সার।
আর মাত্র তিনদিন পরেই শেষ হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচনী প্রচার-প্রচারণার দৌঁড়ঝাপ। প্রার্থীদের প্রচারণা আর উঠোন বৈঠকে উতপ্ত এখন ভোটের মাঠ। সকালে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দয়াপুর এলাকায় গণসংযোগ করেন নৌকা প্রার্থী আরফানুল হক রিফাত। ২০ নম্বর ওয়ার্ডের লক্ষীনগর, দিশাবন ও কাজিপাড়ায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। আরেক স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু গণসংযোগ করেন নগরীর তেলিকোনা এলাকায়।
এদিকে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা আবারও অভিযোগ করেছেন, স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনী এলাকা না ছেড়ে ভোটারদের উপর প্রভাব বিস্তার করছেন। আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, নির্বাচনের মাঠ সবার জন্য সমান, কারো উপর কোন প্রভাব নেই। প্রচারণায় স্থানীয় সংসদ সদস্য তার সংগে ছিলেন না জানিয়ে তিনি বলেন, ম্যাজিষ্ট্রেট তার মিটিং বন্ধ করে দেয়ার পরও তিনি কোন অভিযোগ করেননি ।
স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দীন কায়সার জানান, নির্বাচনে প্রভাব বিস্তার করতেই স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকায় অবস্থান করেছন। হাইকোর্ট রুল জারী করলেও তিনি নির্বাচনী এলাকায় থাকতে পারেন না।আরেক স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটার বেড়েছে। প্রাপ্ত বয়ষ্ক ভোটাররা বুঝে শুনে যে ভালো তাকেই ভোট দিবে বলে আশা প্রকাশ করেন তিনি ।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। আর ভোটারদের মধ্যে উদ্বেগ থাকলেও উৎসবের আমেজ আছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট দেয়ার।