চলতি মাসেই বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
চলতি মাসেই বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।
দুপুরে ঢাকার ধামরাইয়ের কালামপুরে শহীদ মানিক স্মৃতিসৌধের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য প্রস্তুতকৃত ডিজিটাল আইডি কার্ডগুলো দেশের প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে পাঠানো হবে। সেখান থেকে মুক্তিযোদ্ধারা আইডি কার্ড সংগ্রহ করবেন। ওয়েবসাইটে উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধাদের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আইডি কার্ড প্রস্তুত করা হবে।মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি ও মুক্তিযোদ্ধারা।