জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান
- আপডেট সময় : ০৮:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ার।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন ওপেনার ইশান কিশান। শ্রেয়াস আয়ার ৩৬ ও অধিনায়ক রিশাভ প্যান্টের ব্যাট থেকে আসে ২৯ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ১০ রানে সাজঘরের পথ ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা। পরে ২৯ রান করে বিদায় নেন ডুয়েইন প্রিটোরিয়াস। দলীয় ৮১ রানে ফেরেন ওপেনার কুইন্টন ডি ককও। এরপরই জুটি গড়েন ডুসেন ও মিলার। এই দুই জনের ঝড়ো ব্যাংটিয়ে জয় পায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৭৫ রানে অপরাজিত থাকেন ডুসেন। ৩১ বলে ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন ডেভিড মিলার।
এদিকে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান। সিরিজের তৃতীয় শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারাল আফগানরা। এই সিরিজ জয়ের ফলে ১০০ পয়েন্ট নিয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে হাসমাতুল্লাহর দল।
হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তুপের মুখে পরে জিম্বাবুয়ে। ৩৩ রানে হারায় ৩ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আসা যাওয়ার মিছিলে ৪৫ ওভারে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৭৭ বলে ৩৮ রান করেন সিকান্দার রাজা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি আফগানিস্তান। ৩০ রানে হারায় ২ উইকেট। পরে অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবীর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয় আফগানিস্তান। শাহিদি ৩৮ ও নবীর ব্যাট থেকে আসে ৩৪ রান। সিরিজ সেরা হন রহমত শাহ।