জীবনে কারও কাছে কখনো মাথা নত করিনি, জীবন ভিক্ষা চাইনি : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনে কারও কাছে কোনোদিন মাথা নত করিনি; জীবন ভিক্ষা চাইনি। পরিবার থেকে, বাবার কাছ থেকেই এটা শিখছি যে, কারও কাছে, কোনও অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।
দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে দলীয় নেতাকর্মিরা ফুলেল শুভেচ্ছা জানানোর পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগকে সবসময় উজানে নাও ঠেলে চলতে হয়েছে। দেশে ফেরার পর যতবার গ্রেপ্তার হয়েছি, ততবারই নেতাকর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি। চিঠির মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। শেখ হাসিনা বলেন, জনগণই হল আওয়ামী লীগের শক্তি। জনগণ বিএনপির শক্তি না, বিএনপির জন্মই হলো আজন্ম পাপ । তিনি বলেন, আমরা বাজেট দিয়েছি। উন্নত বিশ্ব যেখানে জিডিপি মাইনাসে, সেখানে আমরা ৫ ভাগের উপরে রেখেছি। কিছু মানুষ অর্জনকে অর্জন হিসেবে নিতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, জনমানুষের কল্যাণ আমরা বুঝি। আন্তর্জাতিকভাবে এতো বাধা, তবুও নিজেরে অর্থে পদ্মা সেতু করেছি।
এর আগে স্বাগত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, তোমরা মিথ্যাচার করো, আওয়ামী লীগ কাজ করে জবাব দেয়। আজ গণতন্ত্রের বিজয় দিবস বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।