প্রস্তাবিত বাজেট গতানুগতিক, জীবনমান বৃদ্ধির ইঙ্গিত নেই : আকবর আলী খান
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০২:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির কোন সুস্পষ্ট ইঙ্গিত বাজেটে নেই। এসএটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আকবর আলী খান আরো বলেন, সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারলে মূল্যস্ফীতির হার ও বেকারত্ব বেড়ে অর্থনীতিতে চরম মন্দা ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে।
২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চমাত্রার ঋণ-নির্ভর গতানুগতিক বাজেট বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান। এসএটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, বড় বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয় না। ফলে ব্যয়ের সঙ্গে বাজেট ঘাটতি ও ঋণ বাড়ে।
বাজেটকে জনমুখী বলাটা অর্থহীন মন্তব্য করে তিনি বলেন, বাজার না থাকলে বিনিয়োগ আসবে না। আর বিনিয়োগ না হলে, বাজেটও ব্যবসা-বান্ধব হয় না।
বাজেটে কর্মসংস্থান বাড়ানোর কোন সুস্পষ্ট রূপরেখা নেই জানিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, শ্রমবাজারে এখন মহামন্দা চলছে।
বিদেশে পাচার করা অর্থ ফেরাতে বাজেটে প্রথম দেয়া সুবিধাকে অনৈতিক বলে মন্তব্য করেন তিনি। বলেন, এতে আইনের প্রতি মানুষের আস্থা কমবে।
দেশ-জনগণের স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে শিক্ষা খাতে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান ড. আকবর আলী খান।