ঝিনাইদহে এবার ভালো হয়েছে আমের ফলন
- আপডেট সময় : ০২:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
আবহাওয়া অনুকুলে থাকায় এবার ঝিনাইদহে আমের ভালো ফলন হয়েছে।দেশের গণ্ডি ছাড়িয়ে আম রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। ভালো ফলন ও বেশি দাম পাওয়ায় খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা।
আম্রপালি, ল্যাংড়া হিমসাগরসহ বাহারী জাতের সুস্বাদু আম পওয়া যায় ঝিনাইদহে । জেলার কোটচাঁদপুর উপজেলার বেশিরভাগ আমচাষী জৈববালই নাশক ব্যবহার করেন আমের আবাদে । রাসায়নিক মুক্ত কোটচাঁদপুরের আম প্রথমবারের মতো ইউরোপে রপ্তানী শুরু হয়েছে। ইংল্যান্ড, ইটালী, জার্মানী সহ বিভিন্ন দেশের বাজার পাওয়ায় খুশি চাষীরা ।
উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, কোটচাদপুরে এবার ৭’শ ১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। কৃষি অফিসের সঠিক পরামর্শের কারণে এবং বেশিরভাগ আম জৈব বালাইনাশক দিয়ে চাষ হওয়ায় এর গুণগতও মান ভাল হয়েছে।
ঝিনাইদহের আমের গুণগতমান ভালণ হওয়ায় বিদেশে রপ্তানী হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
চলতি মৌসুমে জেলায় আমের আবাদ হয়েছে ১ হাজার ৬ শ’ ২৮ হেক্টর জমিতে, এ থেকে ৫০ টনের মত আম রপ্তানী হবে বলে প্রত্যাশা কৃষকদের ।