বিচার বিভাগকে পেপার লেস করার উদ্যোগ নিয়েছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ন্যায় বিচার প্রাপ্তিতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বিচারপতিসহ সংশ্লিষ্টদের কর্মঘন্টার পূর্ণ সদব্যবহার নিশ্চিতে বিচার বিভাগকে পেপার লেস করার উদ্যোগ নিয়েছে সরকার।
এমন তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এসময় অনলাইন মোবাইল অ্যাপ মাই কোর্টের উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, সুলভে জনগণের বিচারিক প্রত্যাশা পূরণের লক্ষেই জুডিশিয়ারির উন্নয়নে ২ হাজার ২২৪ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। ইউএনডিপি এবং ল অ্যাণ্ড জাস্টিস ডিপার্টমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিচার বিভাগ এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার।