দিনাজপুরে সড়কও জনপথ বিভাগের এক সহকারী প্রকৌশলী সড়ক দুর্ঘটনায় নিহত
- আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সড়ক ও জনপথ বিভাগের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপে থাকা ১৭ যাত্রী।
গেল রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহার হোসেন বিরামপুর উপজেলার রানীনগর-তেংড়া গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক ও জনপথ বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, একটি পিকআপে দিনাজপুর থেকে গাইবান্ধায় যাচ্ছিল ২০ যাত্রী। অন্যদিক মোটরসাইকেলযোগে মোজাহার হোসেন কর্মস্থল পলাশবাড়ী থেকে বাড়ি বিরামপুর যাওয়ার সময় পিকআপভ্যানইটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় আহত হন ১৭জন।
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। গেলরাতে শহরের বটতলার তালুকদার এক্স-রে ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম শহরের রকেটবিড়ি এলাকার বাসিন্দা।