খালেদা জিয়ার এনজিওগ্রামের পর হার্টে রিং পরানো হয়েছে

- আপডেট সময় : ০৭:১০:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। হার্টের পরীক্ষায় তার একাধিক ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে ৯৫ শতাংশ ব্লক ছিল। পরে, একটি রিং পরানো হয়েছে তার হার্টে। বিকেলে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। না পাঠালে সাবেক এ প্রধানমন্ত্রীর জীবন হুমকির মুখে পড়বে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।
শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন হলেও সব কিছু ছাপিয়ে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি প্রাধান্য পায়। তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহবান জানান বিএনপি মহাসচিব।
২০২২-২৩ অর্থবছরের বাজেট অর্থ পাচারকারী ও অর্থ লুটেরাদের জানিয়ে সরকারের সমালোচনা করেন দলটির মহাসচিব।
প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতের বরাদ্দ, কর আরোপসহ নানা বিষয়ে সমালোচনা করেন বিএনপি নেতারা।
সরকারের মেগা প্রকল্পের দুর্নীতি কারণে জনগণ সুফল পাবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।