টাকা সাদা করায় আপত্তি থাকলেও পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রস্তাবকে স্বাগত জানালো এফবিসিসিআই
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেশে টাকা সাদা করায় আপত্তি থাকলেও, পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রস্তাবকে স্বাগত জানালো এফবিসিআই। বাজেটের ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংক ব্যবস্থার পরিবর্তে সুলভ সুদে বিদেশি অর্থায়ন খোঁজার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন। দুপুরে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাজেট ব্যবসা বান্ধব হলেও আগাম কর, উৎসে করসহ কিছু পণ্যের অতিরিক্ত করারোপের সমালোচনা করেন তিনি।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে, সংবাদ সম্মেলন করে, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফবিসিসিআই।
বাজেট প্রতিক্রিয়ায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, প্রস্তাবিত বাজেটে দুই লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকার ঘাটতি মেটাতে সরকার স্থানীয় ব্যাংক থেকে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ঋণ নেবে সরকার। বাজেটে দেশিয় ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা বেসরকারি খাতের ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে।
বিভিন্ন পণ্যের উপর অতিরিক্ত কর আদায়ের সমালোচনা করেন এফবিসিসিআই সভাপতি।
এফবিসিসিআই বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ। এটি নিয়ন্ত্রণে অনুৎপাদনশীল ও অপ্রয়োজনীয় ভ্রমণ খরচ কমানোর পাশাপাশি বিলাসী ও অপ্রয়োজনীয় পণ্যের আমদানি নিয়ন্ত্রণ জরুরি।