অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মাসিক রেশন ভাতা নগণ্য : সাবেক সরকারী কর্মকর্তারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ৩২২০ বার পড়া হয়েছে
বর্তমান বাজার অনুযায়ী অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মাসিক রেশন ভাতা নগণ্য বলে জানিয়েছেন সাবেক সরকারী কর্মকর্তারা।
জাতীয় প্রেসক্লাবে অসকসের মতবিনিময় সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যরা মাসিক ৪১৮ টাকা হারে রেশন ভাতা পেয়ে থাকেন।যা বর্তমান বাজার দর অনুযায়ী খুবই নগণ্য । নূন্যতম মাসিক তিন হাজার টাকা রেশন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়াও সরকারি সব হাসপালে বিনামূল্যে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা ও ঔষধ দেয়ার জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।