এশিয়া কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
এশিয়া কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় হার বাংলাদেশের। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্থানের কাছে ২-১ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশের উপর চড়াও হয় তুর্কমেনিস্তান। তার সুফলও তারা ঘরে তোলে সপ্তম মিনিটে কর্নার থেকে গোল দিয়ে। তবে, হতাশ হয়নি বাংলাদেশ। পিছিয়ে পড়ে প্রতিপক্ষের উপর আক্রমনের ধার বাড়ায় জামাল ভুইয়ারা। এবং ৫ মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করে ম্যাচে ফিরে আসে ক্যাবরেরার শিষ্যরা। প্রথমার্ধে আরও দুইবার বাংলাদেশ ভালো সুযোগ পেয়েছিল। তবে ফিনিশিং ব্যর্থতায় এগিয়ে যেতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভুইয়াদের।