ডিএসই’তে ৪৩৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৬:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমূখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ- ‘ডিএসই’র লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসই’তে ৪৩৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসময় প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৫ পয়েন্ট কমে ৬ হাজার ৪৩০ পয়েন্ট, ডিএস-থার্টি সূচক ১১ দশমিক ২ পয়েন্ট কমে ১ হাজার ৪০২ পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২০ দশমিক ১ পয়েন্ট কমে ২ হাজার ৩৩২ পয়েন্টে অবস্থান করে।
এখন পর্যন্ত ডিএসই’তে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল- শাইন পুকুর সিরামিক্স, বিডিকম অনলাইন, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেড।
অপর শেয়ারবাজার- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- ‘সিএসই’র লেনদেনও ছিল নিম্নমূখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের- সিএসই’র সার্বিক সূচক- সিএএসপিআই ১১৪ দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯১১ পয়েন্টে। সিএসইতে আজ ২৭১টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দর বেড়েছে, কমেছে ১৯৮টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে ১৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে।