বর্তমান কাঠামোয় সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জ : মন্তব্য সাবেক নির্বাচন কমিশনারদের

- আপডেট সময় : ০৮:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বর্তমান কাঠামোয় সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনাররা। সাবেক সিইসি নুরুল হুদার মতে, নির্বাচনে সেনাবাহিনীর দরকার নেই। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসির সাথে সাবেক নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের সংলাপে এসব কথা উঠে আসে। ইভিএম নিয়েও পক্ষে-বিপক্ষে মত দেন অনেকে। এদিকে, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের আশা করছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাবেক ইসি ও কর্মকর্তাদের সাথে সংলাপে বসে বর্তমান নির্বাচন কমিশন। সংলাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন..ইভিএম ব্যবহারের পক্ষে-বিপক্ষে মত তুলে ধরেন অনেকে।
বর্তমানে সংলাপের ধারাকে গতানুগতিক বলে উল্লেখ করেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ ক্ষেত্রে সংবিধান ও আইন পরিবর্তনের প্রতি জোর দেন তিনি। নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে অর্থ খরচ নিয়ে প্রশ্ন তোলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সব রাজনৈতিক দলের অংশগ্রহন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড.এ টি এম শামসুল হুদা।
চলমান আইনি কাঠামোতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর আউয়াল।
সংলাপে ইসির কাছে নির্বাচনের বর্তমান আইন কাঠামো, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত উপস্থাপন করেন, নির্বাচন বিশেষজ্ঞরা।