অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকের কারনে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন জনগন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকের কারনে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন জনগন। সংসদে এ কথা বলেছেন বিএনপি’র সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
রোববার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সম্পুরক বাজেটের আলোচনায় এ কথা বলেন তিনি। দেশজুড়ে যত্রতত্র অবৈধ হাসপাতালগুলোতে তদারকি না থাকায় দেশের ৪৯ শতাংশ মানুষ সুচিকিৎসা বঞ্চিত বলে দাবি করেন রুমিন ফারহানা। ট্যাক্স প্রদানের মাধ্যমে বিদেশে টাকা পাচারকারীদের সুযোগ দেয়ায় দুর্নীতিবাজরা আরো উৎসাহ পাবে বলে মনে করেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তারা জানান, লুটপাটের টাকা বৈধ করার সুযোগ পেলে তাদের বিচার প্রক্রিয়া ব্যাহত হবে।