১৫ জুন থেকে উত্তরাঞ্চলের হাঁড়িভাঙা আম সংগ্রহ শুরু
- আপডেট সময় : ০২:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
১৫ জুন থেকে উত্তরাঞ্চলের হাঁড়িভাঙা আম সংগ্রহ শুরু হবে। স্বাদে-গন্ধে অতুলনীয় রংপুরের বিখ্যাত এ আম এরই মধ্যে নতুন অর্থকরী ফসল হিসেবেও পরিচিতি। লাভজনক হওয়ায় হাঁড়িভাঙার বাগান করছেন নতুন উদ্যোক্তারা। এর সঙ্গে যুক্ত হচ্ছেন তরুণ-তরুণীরাও।বাগান মালিকরা জানান, আম সংরক্ষণে হিমাগার স্থাপন, প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
রংপুরের মিঠাপুকুর উপজেলার আম বাগানগুলোতে সারি সারি সবুজ গাছের শাখায় শাখায় দোল খাচ্ছে ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আম। বৈশিষ্ট্যগতভাবে, আঁশবিহীন সুমিষ্ট গোলাকৃতির কালচে সবুজের সঙ্গে হলুদ রঙা আমগুলো নজর কাড়বে যে কারও । এবার এই আমকে ঘিরে লাভের আশায় বুক বাধছেন চাষী, বাগানমালিক, আড়তদাররা।
রংপুরের হাড়িভাঙা আমের কদর দেশব্যাপী। মৌসুম শুরু হলে বিভিন্ন জেলায় বাজারজাত করে ভালো মুনাফা পান ব্যবসায়ীরা। তাই আম পরিবহণে বিশেষ প্রস্তুতি রয়েছে দেশের শীর্ষস্থানীয় কুরিয়ার এ্যান্ড পার্সেল সার্ভিস এসএ পরিবহনের।
দেশের পাশাপাশি বিশ্ববাজারে হাঁড়িভাঙ্গা আমের প্রসার ঘটাতে চায় কৃষি বিপণন বিভাগ।
কৃষি বিভাগের হিসেবে রংপুরে ৩ হাজার ৩শো ১৫ হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। যার সম্ভাব্য বাজার মূল্য দেড়শো কোটি। এরমধ্যে শুধু হাড়িভাঙা আমের বাজার মূল্য একশো কোটি টাকা।