ভারতকে ৪ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে গেলো প্রোটিয়ারা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দ্বিতীয় টি-টুয়েন্টিতে অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকা। ভারতকে ৪ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেলো প্রোটিয়ারা।
বারাবতী স্টেডিয়ামে ভারতের দেয়া ১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ১৪৮ রান তোলে ভারত। শ্রেয়াস আইয়ারের ৪০ রানের সঙ্গে ৩৪ করেন ইশান কিশান। পরে মিডল-অর্ডার ব্যর্থতায় শেষ পর্যন্ত বড় সংগ্রহ পায়নি রিশব পান্থের দল। জবাবে হেইনরিক ক্লাসেনের ৮১ রানের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা। ৩৫ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২০ রানে অপরাজিত ছিলেন ইনফর্ম ডেভিড মিলার। দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের মিশনে মঙ্গলবার তৃতীয় টি-টুয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে প্রোটিয়ারা।